রনি হোসেন, কেশবপুর : কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমির আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে এবং শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২ অক্টোবর সকালে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পরিত্রাণের কর্মকর্তা উজ্জ্বল কুমার দাস,এনকেপিএস এর সভাপতি শামীম আখতার মুকুল, শিক্ষার্থী আনিকা জানান প্রাপ্তি, খাদিজা সুলতানা জিম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শংকর বিশ্বাস, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শিমুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, ফটো সাংবাদিক রনি হোসেন প্রমুখ।
