রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি:কেশবপুরে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত এর আওতায় সমন্বিত কৃষি ইউনিটের উপজেলা সমন্বয় ও পরিকল্পনা সভা ১১ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও নবলোক পরিষদের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস কনফারেন্স রুমে ওই সমন্বয় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। নবলোক পরিষদের কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা প্রাণী সম্পাদ অফিসার অলোকেশ কুমার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নবলোক পরিষদের মৎস্য অফিসার শুভ্রদেব বিশ্বাস ও নবলোক পরিষদের প্রাণী সম্পাদ অফিসার মিরাজুল ইসলাম। সভায় সমন্বিত কৃষি ইউনিটের আগামী ২০২৩-২৪ অর্থবছরের পরিকল্পনা গ্রহণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *