যশোর অফিস : যশোরে কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার কর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মনোয়ার হোসেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেনের কর্মী ওসমান গনী, মফিজুর রহমান মফেজ, আশুতোষ হালদার, জয় খান শনিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে একই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদেরের নেতৃত্বে তার অনুসারী আজিজুর রহমান, কামরুজ্জামান মিন্টু, পিন্টু, আতিয়ার রহমান, সাইফুল ইসলাম, রাজ্জাক, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল নুর আহসান বাচ্চু, নাসির হোসেন, নাজমূল হোসেন, ইয়াসিন খান, শাওন, সুমন, নজরুলসহ একদল বহিরাগত সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে। তাদের গলায় মাফলার পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। পরে খবর পেয়ে কেশবপুর থানার এএসআই মিজানুর রহমান ও সহকারি এসএসআই মনির হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন রবিবার (১২ ডিসেম্বর) দুই পক্ষকে ডেকে সাবধান করেন এবং পরবর্তীতে এ ধরনের কোনো ঘটনা ঘটালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়ে দেন।
স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন বলেন, আগামি ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য প ম ধাপে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার পরদিন থেকে তিনি তার কর্মী সমর্থককে নিয়ে প্রচার প্রচারণা শুরু করেন। একইভাবে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন আব্দুল কাদের। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নৌকার বিপক্ষে মনোনয়ন জমা দেয়ায় তাকে ভালোভাবে মেনে নিতে পারেননি তিনি।
তিনি আরো জানান, শনিবার রাতে তার নির্বাচনে তিন কর্মীকে বাড়ি ফেরার মারধর করা হয়েছে। বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে হুমকি দেয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের বলেন, শনিবার নৌকা প্রতীকের জন্য বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করেছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *