কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে ১০০ পিচ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কলাগাছি বাজার সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামের রোকনুজ্জামান ওরফে রাজিব (৪০) ও একই গ্রামের আজহারুল ইসলাম (৪০)।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার কলাগাছি বাজার সংলগ্ন সড়কে ঘোরাফেরা করার সময় মাদক ব্যবসায়ী রোকনুজ্জামান ওরফে রাজিব ও আজহারুল ইসলামকে আটক করা হয়। এ সময় রোকনুজ্জামান ওরফে রাজিবের প্যান্টের পকেট থেকে ১০০ পিচ ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোরা চাঁদ দাস বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ৪ জুলাই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *