সমাজের আলো : তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দলুয়া বাজার সংলগ্ন দলুয়া নদী। মৃত এই নদীটি পুনরায় প্রাণ ফিরে পায় পানি উন্নয়ন বোর্ডের খননে। নদীতে নিয়মিত চলে অল্প পরিমাণে জোয়ার ভাটা। দলুয়া নদীর তীরে দলুয়া বাজার সংলগ্ন স্থানে অবস্থিত দলুয়া ব্রিজ। দোলুয়া ব্রিজের দুই প্রান্তে ব্রীজের ধারে নদীর ভিতর ভরাট করে কিছু প্রভাবশালীরা গড়ে তুলেছেন বিভিন্ন স্থাপনা। দেখলে মনে হবে নদীর ভিতর দীপ তৈরি করে এই স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে। আর এই স্থাপনার অন্যতম নদীর ভেতর ভরাট করে গড়ে তোলা বিশাল মৎস সেট। তবে নদীর ভিতরে দ্বীপের মতো ভরাট করে মৎস্য সেট তৈরি করলেও রয়েছে ইজারা। নদীর ভিতর কিভাবে ইজারা হলো এটা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। খোদ ইউনিয়ন ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম নিজেই হতবাক এই ইজারা নিয়ে। ইজারাদার মৎস্য সেট মালিকরা নদী ভরাট করে মৎস্য সেট বানিয়ে শুধু ক্ষান্ত হননি, এই মৎস্য সেটের প্রতিদিনের বিপুল পরিমাণ বর্জ্য সরাসরি নদীতে ফেলে নদী ভরাট করা হচ্ছে। প্রতিদিন মৎস্য সেটের বিপুল পরিমাণে পচা নোংরা বর্জ্য ফেলার ফলে একদিকে যেমন দ্রুত নদী ভরাট হয়ে যাচ্ছে তেমনি নদীর পানি দূষিত হচ্ছে, দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ। পচা বর্জ্য থেকে জোয়ার-ভাটার মাধ্যমে দূরদূরান্ত ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেন, চোখের সামনে কোটি কোটি টাকা ব্যায়ে খনন করা নদীটি বর্জ্য ফেলে ভরাট করা হচ্ছে , দূষিত করা হচ্ছে, এত কিছুর পরেও তাদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেয়া হয় না, কারণ তারা খুবই প্রভাবশালী ও অর্থশালী। এ বিষয়ে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

