সমাজের আলো: এবার দলীয় প্রতিক থাকছেনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০২১ সাল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেয়ার কথা আওয়ামীলীগের নীতি নির্ধারক কমিটির বৈঠকে আলোচনা হয়। তবে সবাই ঐক্যমত হয়েছেন। কিন্তু জাতীয় সংসদে আইন পাস করার প্রয়োজন আছে বলে মনে করেন তারা। আগামী জানুয়ারী মাসের ১০ তারিখে সংসদ বসবে, মার্চ মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন তাই সংসদে আইনটি পাস করে নিবেন বলে জানা গেছে। আওয়ামীলীগ সরকার তৃণমুলে আর দলিয় কোন্দল সৃস্টি করতে রাজি নয়। কারন দলিয় নোমিনেশন দিলে দলের বিদ্রোহী প্রার্থীরা সমস্যা করে, এই ভাবে সারা দেশে দলের ভিতরে সাংগঠনিক অব কাঠামো ভেংগে যাচ্ছে। তাই সামাল দিতে সরকার কঠিন সমস্যায় পরে, এই কারনে এবার দলীয় প্রতীক আর না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার।
