সমাজের আলো : কোস্ট গার্ডের অভিযানে ১টি হরিণের মাথা, ১টি চামড়া, ৪টি পা ও ২১ কেজি হরিণের মাংসসহ একজন হরিণ শিকারী আটক। আটক শিকারীর নাম মো: ফারুক হোসেন (৩৫)। তিনি খুলনার দাকোপ থানার নলিয়ান গ্রামের মৃত কওছার গাজী।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪মার্চ) রাত ২টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানার কালাবগী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি হরিণের মাথা, ১টি চামড়া, ৪টি পা ও ২১ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারী ফারুক হোসেনকে আটক করেন। কোস্টগার্ডের জোনাল কমান্ডার এম মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেচেন। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত হরিণ শিকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে হরিণের মাথা, ভূড়ি, পা ও চামড়াসহ মাংস উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল খুলনা জেলার কয়রা থানার খাসিটানা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি হরিণের মাথা, ২টি চামড়া, ২টি ভূড়ি, ৮টি পা ও ২ কেজি হরিণের মাংস পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। ওই অভিযানে হরিণশিকারীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এরআগে ১৫ ফেব্রুয়ারি কোস্টগার্ডের অভিযানে ১২ কেজি হরিণের মাংসসহ অসিত কুমার সরদার (৫০) নামের একজন হরিণ শিকারী আটক হয়। খুলনা জেলার কয়রা থানার বড়আংটিয়ারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি হরিণের মাংসসহ ১জন হরিণ শিকারীকে আটক করেন। আটককৃত অসিত কুমার সরদার (৫০) খুলনার কয়রা উপজেলার বড়আংটিয়ারা গ্রামের নগেন্দ্র নাথ সরদারের ছেলে। এরআগে গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিমজোনের অভিযানে ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার হয়। ওইদিন ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মংলার একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা থানা সংলগ্ন ডাংমারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে। ওই অভিযানে হরিণ শিকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

