সমাজের আলো।। : কখনো কখনো সামান্য সহানুভূতিই কারও জীবনে নতুন আলো জ্বালাতে পারে। এমনই একটি মানবিক মুহূর্ত তৈরি করল সাতক্ষীরা বন্ধুসভা। আগামী ৪ নভেম্বর প্রথম আলো ২৭ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবছরের মতো সারাদেশের বন্ধুরা “একটি ভালো কাজ” করার উদ্যোগ নেন। এবার সাতক্ষীরা বন্ধুসভার সদস্যরা বেছে নিলেন এক ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে দাঁড়ানোর পথ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের মুন্সীপাড়ায় “একটু সহানুভূতি, একটুখানি ভালোবাসা বদলে দিতে পারে ক্যান্সার আক্রান্ত শিশুর জীবন” এই প্রতিপাদ্যে শিশুটির হাতে নগদ অর্থ তুলে দেন বন্ধুরা। শিশুটির চোখে আলোর ঝিলিক, অল্পটা হাসিতে লুকানো ভরসা, যেটি দেখলেই বোঝা যায়, সামান্য সহায়তাও কারও জীবনে কত বড় প্রভাব ফেলতে পারে।
সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, আমরা শুধু অর্থ দেইনি, দিয়েছি সাহস আর ভালোবাসা। সামান্য সহানুভূতি ও ভালোবাসা একেকজন মানুষের জীবন বদলে দিতে পারে। আজকের এই ছোট্ট উদ্যোগ আগামীকালের সমাজকে আরও মানবিক করে তুলবে। এমন মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় যে, ভালো কাজই সবচেয়ে বড় আনন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সহ-সভাপতি রুহুল আমিন ময়না, সাবেক সহ-সভাপতি রাহাতুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, সদস্য করিমুন্নেসা শান্তা ও সুদীপ্ত দেবনাথ।
প্রতিবছরের মতো এবারও সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগ প্রমাণ করল, মানবিকতার জন্য বড় পদক্ষেপের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু আন্তরিক ভালোবাসা আর সহানুভূতি, যেটি এক জীবনকে পুরোপুরি আলোকিত করতে পারে।

