সমাজের আলো: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। ফাইনালে উঠার লড়াইয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন খুলনার মাশরাফি বিন মুর্তজা। ম্যাচে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। সোমবার ২১১ রানের টার্গেটে খেলতে নেমে মাশরাফির আগুন ঝরা বোলিংয়ে দুই বল হাতে রেখেই ১৬৩ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

