সমাজের আলো। ।ক্রসফায়ারে হত্যার চেষ্টা ও মাদকের মামলায় ফাঁসানোর অভিযোগে ফেনীর ছাগলনাইয়া থানার সাবেক ওসিসহ ১১ পুলিশ সদস্য ও পুলিশের দুই সোর্সের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুল হাসানের আমলী আদালতে এ মামলা করেন ছাগলনাইয়ার পূর্ব পাঠানগড় এলাকার বাসিন্দা মো. গিয়াস উদ্দিন দুলাল। বাদীপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নান্নু জানান, মামলা হওয়ার পর ফেনীর আমলি আদালতের বিচারক কামরুল হাসান ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন। অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কোনো কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *