সমাজের আলো।। কখনো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কখনো আবুধাবি টি-টেন, আবার কখনো আইএল টি-টোয়েন্টি একটা পর আরেকটা ফ্র্যাঞ্চাইজি আসরে খেলেই চলেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলার আশাই তাকে এখনো খেলে যেতে উদ্বুদ্ধ করছে। তবে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাওয়া এ অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, ক্রিকেট ছাড়লেও রাজনীতি চালিয়ে যাবেন তিনি।ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মঈন আলির সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব খুলে বলেছেন ক্যারিয়ারের নানা দিক- শুরুর দিনগুলো, ক্রিকেটের বিকাশ, বাংলাদেশ দলের পরিবেশ, এমনকি নিজের অবসর পরিকল্পনাও।
এখনো আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা না করলেও সাকিবের ইচ্ছে, দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলা। এরপরই তার মনোযোগ পুরোপুরি থাকবে রাজনীতিতে। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই সাবেক অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ। তবে রাজনীতির পথ এখনও বাকি। বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য কাজ করাই আমার ইচ্ছা ছিল এবং আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’

