সমাজের আলো: চলমান পৌরসভার ‘জয়জয়কার’ ধারাবাহিকতা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ধরে রাখতে চায় আওয়ামী লীগ। আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও শুরু হয়েছে প্রার্থী বাছাই প্রক্রিয়া। দলীয় নিজস্ব টিম, বিভিন্ন সংস্থার মাধ্যমে ক্লিন ইমেজের প্রার্থী খোঁজা হচ্ছে। সবার কাছে গ্রহণযোগ্য, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত কর্মীর হাতেই ইউপিতে নৌকা তুলে দিতে চান দলের হাইকমান্ড। গতবার যারা দলের সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছিলেন, তাদের জন্য এবার মনোনয়নের দরজা বন্ধ। স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্য, হাইব্রিডদের ‘না’ জানাবে ক্ষমতাসীন দলটি। দলের নীতিনির্ধারক ফোরামের একাধিক নেতা বাংলাদেশ প্রতিদিনকে এমন তথ্য নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশের মানুষ উন্নয়ন ও স্থিতিশীল পরিবেশ চায়, যা বজায় রাখতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্ষম হয়েছেন। সে কারণেই চলমান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা নিরঙ্কুশ সমর্থন নিয়ে জয়যুক্ত হচ্ছেন। আশা করি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সে ধারাবাহিকতা বজায় থাকবে। ’ তিনি বলেন, ‘বিদ্রোহীদের ব্যাপারে আমাদের কঠোর অবস্থান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *