সমাজের আলো : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়।তার পরিবারের সদস্যরা জানান, বিকেলে রক্তচাপ একেবারে নেমে যাওয়ায় চিকিৎসকরা তাকে ভেন্টিলেটরে নিয়ে যান। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। করোনা আক্রান্তের পাশাপাশি হৃদরোগ, রক্তচাপ ও কিডনি জটিলতায় ভুগছেন খন্দকার মাহবুব।তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্ত্রী ফারাত হোসেন। এর আগে গত ১৬ আগস্ট বসুন্ধরার বাসায় করোনায় আক্রান্ত হলে খন্দকার মাহবুব হোসেনকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

