শেখ সিরাজুল ইসলাম : সাতক্ষীরার তালায় ইউপি সদস্য কর্তৃক নিজেকে মন্দির কমিটির ভূয়া সভাপতি দেখিয়ে টিআর প্রকল্পের টাকা উত্তোলনের ঘটনায় সংবাদ প্রকাশে টাকা ফেরৎ নিলেন তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওবায়দুল হক। এর আগে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া সার্বজনীন বাসন্তী পূজা মন্দির কমিটির সভাপতি দিপংকর গোলদার বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে জানানো হয়, তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিযনের রায়পুর গ্রামের পূর্ব পাড়া সার্ব্বজনীন বাসন্তী পূজা মন্দিরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ টিআর প্রকল্পের আওতায় ৫২ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু স্থানীয় ৯নং ওযার্ড সদস্য বিকাশ চন্দ্র মন্ডল নিজেকে ঐ মন্দির কমিটির সভাপতি পরিচয় দিয়ে গোপনে কাউকে কিছু না বলে চুপিসারে প্রকল্পের প্রথম কিস্তির ২৬ হাজার টাকা উত্তোলন করেন। এরপর তিনি কাউকে কিছু না বলে চুপিসারে মন্দিরের কোন প্রকার কাজ না করেই সমুদয় টাকা আত্মসাৎ করেছেন। এদিকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগের বরাদ দিয়ে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হলে টনক নড়ে তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তরা। তিনি নিজেকে বাঁচাতে ইউপি সদস্য বিকাশ চন্দ্র মন্ডলকে মঙ্গলবার নিজ কার্যালয়ে ডেকে উত্তোলনকৃত প্রথম কিস্তির ২৬ হাজার টাকা ফেরৎ নেন। এরপর তিনি মন্দির কমিটির মূল সভাপতি দিপংকর গোলদারকে ডেকে ৫১ নং প্রকল্প ফরম ধরিয়ে দিয়ে পূরণ করে টাকা উতোলনের জন্য বলেন। তবে সভাপতি দিপংকর জানান, যেহেতু প্রকল্প নিয়ে জেলা প্রশাসকের দফতরে লিখিত অভিযোগ ও ভূয়য়া নামে আগেই চেক ইস্যু ও টাকা উত্তোলন হয়েছে সেহেতু তিনি ফরম পূরণ কিংবা টাকা উত্তোলন করেননি। এব্যাপারে পূজা উদযাপন কমিটির সহ-সম্পাদক অর্জুন গোলদার জানান, পূজা মন্দিরের নামে কোন প্রকার বরাদ্দ হয়েছে কিনা সেটা তারা জানেননা। তবে কিছু দিন আগে বিষয়টি কমিটির সভাপতি দিপংকর গোলদার তাদেরকে অবহিতপূর্বক টাকাগুলি স্থানীয় ইউপি সদস্য বিকাশ মন্ডল নিজেকে সভাপতি পরিচয়ে উঠিয়েছেন বলে জানান। সহ-সসভাপতি ভীম গোলদার, কোষাধ্যক্ষ আশিষ মুনি জানান, সদস্য জ্যোতিশ মন্ডল, বিনোদ বিহারী বাঁছাড়, রবীন্দ্র নাথ মন্ডল, পূজারী খগেন্দ্র নাথ মুনি, পংকজ মন্ডলসহ কমিটির অন্যান্যরা জানান, তাদের পূজা মন্দিরের নামে কোন বরাদ্দ হয়েছে কিনা সেটা তারা বলতে পাারবেননা। তবে কয়েক দিন আগে সভাপতি দিপংকরের মাধ্যমে বিষয়টি তারা অবগত হয়েছেন যে, তাদের ইউপি সদস্য বিকাশ মন্ডল বরাদ্দের ৫২ হাজার টাকার প্রথম কিস্তির ২৬ হাজার টাকা কাউকে না জানিয়ে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এব্যাপারে পূজা পরিচালনা কমিটির সভাপতি দিপংকর গোলদার জানান, তিনি উক্ত রায়পুর পূর্বপাড়া বাসন্তী পূজা উদযাপন পরিচালনা পরিষদের নির্বাচিত বৈধ সভাপতি। সম্প্রতি তিনি অবগত হন যে, স্থানীয় ৯ নং ওয়ার্ড সদস্য বিকাশ মন্ডল নিজেকে পূজা মন্দিরের সভাপতি পরিচয় দিয়ে সেখানকার বরাদ্দের ৫২ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ২৬ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এব্যাপারে তিনি জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান। এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য বিকাশ মন্ডল টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন, টাকাগুলি উঠিয়ে তিনি ভূল করেছেন। তবে পিআইও স্যার ফোন করলে মঙ্গলবার তিনি সমুদয় টাকা পিআইওকে ফেরৎ দিয়েছেন।

