সমাজের আলো : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নে আমগাছের ডালে ফাঁস নিয়ে আত্মহত্যা করে তুষার মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র।মঙ্গলবার (১১ জানুয়ারি) উপজেলার ওই ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামের মাস্টার বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পকেট থেকে মাকে উদ্দেশ করে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।নিহত ব্যক্তি পাছার গ্রামের আব্দুল মান্নানের ছেলে তুষার মিয়া (১৫)। তিনি পাছার উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।গৌরীপুর থানার এসআই মো. সামছুল ইসলাম জানান, ধোপাজাঙ্গালিয়া গ্রামের মাস্টার বাড়ির সামনে আমগাছের ডালে দড়ির সঙ্গে ফাঁস নিয়ে ওই ছাত্র আত্মহত্যা করেছে। মৃত্যুর পর তার পকেট থেকে মাকে উদ্দেশ করে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

