সমাজের আলো : আশাশুনির খাজরা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন ও এলাকায় সরকারে বিভিন্ন উপকারভোগী নির্বাচন ও প্রকল্প বাস্তবায়নসহ নানাবিধ কর্মকান্ড বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম পরিষদ গঠন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ নির্বাচন ও কমিটি গঠন করা হয়। খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ এসএম শাহনেওয়াজ ডালিমের সভাপতিত্বে ও উত্তম মন্ডলের সঞ্চলনায় সকল ইউপি সদস্যদের সম্মত্বিক্রমে ৪নং ওয়ার্ডের মেম্বার রামপদ সানাকে ১নং, ৬নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম (বাচ্চু) কে ২নং ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সন্ধ্যা রানী মন্ডলকে ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। পরে ইউনিয়নের বিভিন্ন সরকারি তালিকা প্রণয়ন, উপকারভোগী বাচাই কাজ সুষ্ঠ ও সঠিক ভাবে করার লক্ষ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যকে সভাপতি করে ঈমাম, পুরোহিত, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সমাজ সেবকবৃন্দদেরকে সদস্য করে প্রত্যেক ওয়ার্ডে ১৫ সদস্য বিশিষ্ট গ্রাম পরিষদ কমিটি গঠন করা হয়। এসময় ভারপ্রাপ্ত সচিব আব্দুল জলিল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা, ইউপি সদস্য হাসমত ঢালী, মফিজুল ইসলাম, খায়রুল ইসলাম, ইব্রাহিম খলিল টুকু, মহিলা মেম্বার রওশনারা খাতুন, তহমিনা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *