সমাজের আলো। ।নিখোঁজের ২০ দিন পর ২ শিশুকে উদ্ধার করেছে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, খালার নির্যাতন সহ্য করতে না পেরে তারা বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সিআইডি বলছে, এ ঘটনায় কারও অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাহিয়া আক্তার পিংকি ও বিপ্লব বেপারি দুই ভাইবোন। তাদের মা ১ বছর ৫ মাস ধরে বিদেশে কাজ করছে। আর মা বিদেশে যাওয়ার পর থেকেই খালার বাড়িতে থাকে তারা। কিন্তু ছোট ছোট কিছু বিষয় নিয়ে তাদের করা হয় নির্যাতন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে দুই ভাইবোন মিলে সিদ্ধান্ত নেয় ঢাকায় দাদার বাড়িতে চলে যাবে তারা। গত ২১ সেপ্টেম্বর মাদ্রাসা যাওয়ার কথা বলে তারা খালার বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ না পাওয়ায় ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন তাদের খালা। এই মামলায় গ্রেফতার করা হয় শিশুদের বাবাকে। কিন্তু তারপরও পাওয়া যাচ্ছিল না শিশুদের।
