সমাজের আলো ঃ নগরীর খালিশপুরের আজিজের মোড় এলাকায় মোঃ জাফর বিশ্বাসের (৪০) বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অচেতন হয়ে পড়েন তিনি।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন খান তথ্যটি নিশ্চিত করেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময়ে নিজ বাসায় কোরআন তেলোয়াত করছিলেন জাফর বিশ্বাস। তিনি ওই এলাকার সামাদ বিশ্বাসের ছেলে।
পুলিশের সূত্র ও স্থানীয়রা জানান, খালিশপুরের আজিজের মোড় এলাকার নিজ বাসার ভেতরে বসে কোরআন শরীফ তেলোয়াত করছিলেন জাফর বিশ্বাস। হঠাৎ করে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের অন্ধকারে বাসার বারান্দায় ৩টা ককটেল ছুড়ে মারে। সেগুলোর মধ্যে দু’টি বিস্ফোরিত হয় এবং একটি বিস্ফোরিত হয় নি। বিস্ফোরণের শব্দে ঘরের ভেতরে থাকা জাফর বিশ্বাস ভয়ে অচেতন হয়ে পড়েন। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
খালিশপুর থানার ওসি কামাল হোসেন বলেন, জাফর বিশ্বাসের টিনশেড বাড়ির বারান্দায় দু’টি ককটেল বিস্ফোরণ হয়েছে। একটি ড্রেনের মধ্যে পাওয়া গেছে। সেগুলো হাতে তৈরি ককটেল। বিস্ফোরণের বিকট শব্দে জাফর অসুস্থ হয়ে পড়েন, তবে তিনি আহত হননি।

