খুলনা প্রতিনিধিঃখুলনা মহানগরীর খালিশপুর চিত্রালী সুপার মার্কেটে নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোল পড়ে ওভাট স্কুলের শিশু শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ্’র (৭) মৃত্যু হয়েছে।নিহত আব্দুলাহ দিনমজুর আবুল কালাম এর ছেলে। তারা ১০ নং ওয়ার্ডের বঙ্গবাসী এলাকার (এন/কে ৩০, রোড- ২২৭) মোঃ খোকনের বাড়ির ভাড়াটিয়া।
শুক্রবার (২২ এপ্রিল) সন্ধায় বাড়ি থেকে নিখোজ হয় আব্দুলাহ। এরপর পরিবারের সদস্যরা সারা রাত খোঁজার পরও শিশুটির সন্ধান পাননি।শনিবার (২৩ এপ্রিল) ভোর ৬ টায় নির্মানাধীন খালিশপুর সুপার মার্কেটের একটি ম্যানহোলে তাকে পাওয়া যায়।স্থানীয়রা জানিয়েছেন, চিত্রালী সুপার মার্কেটে নির্মাণাধীন সেফটি ট্যাংকির ম্যানহোল দীর্ঘ দিন খোলা রাখা হয়। ম্যানহোলের পাশে খেলতে গিয়ে আকষ্মিকভাবে শিশুটি পড়ে যায় এবং তার মৃত্যু হয়। সকালে শিশুটির বাবা শিশুটির মৃত দেহ উদ্ধার করে।

