নিজস্ব প্রতিবেদকঃ জঙ্গি সন্দেহে খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে ১১ জনকে আটক করেছে র্যাব। শুক্রবার (১৮ মার্চ) রাত ৯ টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।র্যাব-৬ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খালিশপুর বিআইডিসি সড়কের পাশে আলম শেখের মালিকানাধীন বাড়িতে অভিযান চালান। এসময় নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ১০জনকে আটক করা হয়। এছাড়া বাড়ির মালিক আলম শেখকেও আটক করা হয়েছে। অভিযান শেষে দ্রুত তাদেরকে গাড়িতে তুলে নিজ কার্যালয়ে নিয়ে যায় র্যাব।অভিযান চলাকালে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোসতাক আহমেদ জানান, উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেয়ে অভিযান চালানো হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে।

