সমাজের আলো: সোনাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হককে খুলনা অতিরিক্ত মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে।
আদালতে মামুনুল হকরোববার (৫ সেপ্টেম্বর) বিস্ফোরক মামলায় হাজিরা দিতে বেলা ১১টায় তাকে খুলনা কারাগার থেকে আদালতে নেওয়া হয়। বিচারক এস এম আশিকুর রহমানের আদালতে শুনানি শুরু হয়। এ মামলায় ১০৭ জন এজাহারনামীও এবং হাজার হাজার আসামি রয়েছেন।শুনানি শেষে মামুনুলকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এরপর তাকে আবার কড়া নিরাপত্তায় খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আগামী ১০ অক্টোবর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

