সমাজের আলো : খুলনার কয়রায় বিদ্যুৎস্পৃষ্ঠে মোঃ আশরাফুল সানা (৩৫) নামের এক সিপিপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) আনুমানিক ভোর সাড়ে ৬ টার দিকে নিজ মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তার মৃত্যু ঘটে। সিপিপি সদস্য আশরাফুল উপজেলার আমাদী ইউনিয়নের খেওনা গ্রামের মোঃ নেছার উদ্দিন সানার একমাত্র পুত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে পিতা ও পুত্র মিলে একই সঙ্গে মৎস্য ঘেরে পানি নিষ্কাশন শেষে মাছ ধরার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় তারা। এর পর পানি নিষ্কাশনের জন্য মোটর সেট করে বৈদ্যুতিক সুইচ চালু করতে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি পানিতে ছিটকে পড়ে।

তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখনে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত আশরাফুলের পিতা জানান, সোমবার আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে তার ছেলে তাকে বাড়ি থেকে ডেকে ঘেরের পানি ছেঁচে মাছ ধরার উদ্দেশ্য ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে মোটর সেট করে তাকে বৈদ্যুতিক লাইন দিতে বলে কিছুক্ষণ পরে আবার লাইন বন্ধ করেও দিতে বলে। লাইন বন্ধ করে দেওয়ার পর আরও কিছুক্ষনের মধ্যে সে পুনরায় লাইন দিতে বলে। এর পর লাইন দেওয়ার সাথেই তিনি দেখেন সে বিদ্যুতায়িত হয়ে মাছের ঘেরের মধ্যে পড়ে যায়। তখনই তিনি কারেন্ট লাইন বন্ধ করে ছুটে যান।

যদিও ঘেরের ভেড়িতে কাদা থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে তার ২/৩ মিনিট সময় লাগে বলেও জানান তিনি। ঘটনাস্থলে যেয়ে ছেলেকে ঘেরের কাদার ভিতরে মাথা দিয়ে ভূট হয়ে পড়ে থাকতে দেখে তাকে উঠানোর চেষ্টা করেন। তবে একা তাকে উঠাতে না পেরে হাঁক চিৎকার দিলে আশ-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তখনও তার ছেলে জীবিত ছিল বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

নিহতের চাচা সাংবাদিক গাজী নজরুল ইসলাম জানান, বিভিন্ন দুর্যোগের সময় ছেলেটি সেচ্ছাসেবী হিসাবে কাজ করতো, তার এই অনাকাঙ্খিত মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের দাফন প্রস্তুতি চলচিলো বলেও জানিয়েছেন তিনি।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিপিপি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *