সমাজের আলোঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে খুলনায় গত ২৪ ঘণ্টায় একজন ও উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে খুলনার করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হরিণটানা এলাকার বাসিন্দা মো ফরিদ হোসেনের (৫৫) মৃত্যু হয়। এছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বাকি সাতজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- নড়াইলের হাটবাড়িয়া এলাকার আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বদরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৪৫), সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শুশান্ত মণ্ডলের ছেলে রিপন (২২), খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৬৫), সোনাডাঙ্গা আবাসিক এলাকার শিক্ষক রমেশ চন্দ্র, যশোরের কেশবপুর উপজেলার মোসলেম দফাদারের ছেলে মো. আলিম (৩০) ও নগরীর দৌলতপুর এলাকার রাজিব হোসেনের মেয়ে মিম (১২)। তারা সবাই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

