সমাজের আলো : খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাচানী গ্রামের ইউপি সদস্য কর্তৃক আপন ভাইকে হত্যার ৩৬ ঘন্টার মধ্যে ঘটনার মূল নায়ক ইউপি সদস্য ইন্তাজ মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব-৬ ।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পালগঞ্জ জেলাধীন ঘোনাপাড়া বাসস্ট্যান্ড হতে ঢাকা পালানোর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত স্থান থেকে ইসরাইল মোল্লা হত্যা মামলার আসামী ইউপি সদস্য মোঃ ইন্তাজ মোল্লা(৬৫) কে গ্রেফতার করে র্যাব।
প্রসঙ্গত, গত ০৮ ফেব্রুয়ারি ইসরাইল মোল্লা (৬০) স্থানীয় কাজদিয়া বাজার হতে বাইসাকেল যোগে বাড়ির ফেরার সময় নিজ বসতবাড়ির সামনে এসে পৌছালে তার দুই ভাই ও বড় ভাই এর ছেলে লাঠি, ইট দ্বারা তার স্ত্রীর সামনে মাথায় আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায়। আহত ইসরাইল মোল্লা (৬০)কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুপসাতে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় খুলনা জেলার রুপসা থানায় মৃতের স্ত্রী খাদিজা পারভীন নিজে বাদী হয়ে মৃতের বড়ভাই মোঃ ইন্তাজ মোল্লা (৬৫), ছোট ভাই মোঃ মারুফ মোল্লা (৫০) উভয় পিতা-একলাস মোল্লা এবং ইন্তাজ মোল্লার বড় ছেলে সোহাগ মোল্লা (২৫

