খুলনা প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরেই একটি মানব পাচারকারী চক্র খুলনার দরিদ্র জনসাধারণকে চাকরি এবং অর্থের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে অবৈধ পথে পাচার করে আসছে। এসকল মানবপাচারকারীদের আইনের আওতায় আনার জন্য র্যাপিড একশন ব্যাটেলিয়ন র্যাব-৬ দীর্ঘদিন ধরেই গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রবিবার গোপন তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় র্যাবের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে সুকৌশলে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার ও দুই নারীকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত মানব পাচারকারী নড়াইল জেলা কালিয়া থানার আসলাম মোল্লা।
গ্রেফতারকৃত আসামি ও ভিকটিম দুই নারীকে খুলনার সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

