সমাজের আলো : র্যাব-৬ এর অভিযানে খুলনা মহানগরীর একটি বেপরোয়া কিশোর গ্যাংয়ের ১০জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। “কিং অব রূপসা” নামের কিশোর গ্যাংয়ের এসকল সদস্যরা নগরীতে ছিনতাই, মাদক সেবন ও নানা অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছে। তাদের পরিবারের অভিভাবকরাও এসকল কিশোর অপরাধীদের নিয়ন্ত্রন করতে ব্যর্থ হয়েছেন। র্যাবের অভিযানে গ্রেপ্তারের পর অনেক অভিভাবক র্যাবকে সাধুবাদ জানিয়েছেন।আজ ২৪ নভেম্বর দুপুরে র্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো- লবনচরা থানাধিন আল আমিন সড়ক স্লুইসগেট এলাকার মৃত আশরাফ হাওলাদারের ছেলে মোঃ শাহীন হাওলাদার (১৭), মোক্তার হোসেন সড়কের সুলতান আলী শেখের ছেলে শফিকুল ইসলাম অপু (১৭), মোঃ নাসির হাওলাদারের ছেলে মোঃ পলাশ হাওলাদার (১৭), মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ মেহেদী হাসান রিমন (১৭), আকমান শেখের ছেলে হৃদয় শেখ (১৭), মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ হৃদয় (১৬), শফিকুল ইসলাম বাদলের ছেলে মোঃ মিরাজুল ইলাম রাতুল (১৭), শীপ ইয়ার্ড মোড় এলাকার মোঃ আব্দুল ওহাব শেখের ছেলে মোঃ রাতুল ইসলাম জিসান (১৫), কাদের ভান্ডার গলির মোঃ রফিকুল ইসলাম রাজার ছেলে মোঃ মৃদুল হাসান তনু (১৭), ইসলামবাগ সড়কের মোঃ মিরাজ গাজীর ছেলে মোঃ ফেরদৌস গাজী (১৭)।
র্যাব-৬’র অধিনায়ক ব্রিফিংয়ে জানান, ২৩নভেম্বর দিবাগত গভীর রাতে সদর কোম্পানীর একটি অভিযানিক দল নগরীর রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এসকল সদস্যকে গ্রেপ্তার করেছেন। সদর কোম্পানী কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লেঃ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাদের কাছ থেকে মাদক, ধারালো চাকুসহ নানা ধরনের অপরাধ সংগঠনের কাজে ব্যবহৃত জিনিষপত্র জব্দ করা হয়েছে।
এদের বিরুদ্ধে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বেল জানান তিনি।
অপরএক অভিযানে খুলনার বাগমারা এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামি মোঃ মেহেদী হাসান হৃদয় (২০) নামের একজনকে গ্রেপ্তার করে র্যাব-৬’র সদর কোম্পানী। আসামি হৃদয় টুটপাড়া আমতলা এলাকার শেক নজুল ইসলামের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ অধিনায়কের ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন, উপ অধিনায়ক মেজর মাসুদ হায়দার, সদর কোম্পানী কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম, সদর কোম্পানী স্কোয়াড কমান্ডার লেঃ মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারি পরিচালক লিগ্যাল ও মিডিয়া সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ বজলুর রশীদ।

 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক