সমাজের আলো : খুলনার দৌলতপুর থানার রেলিগেট এলাকার থেকে জুয়ার সরঞ্জামাদিসহ ১৬ জুয়ারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।আটক আসামিরা হচ্ছে, রেলিগেট পালপাড়ার মোঃ বাহাদুর শেখ(৫২), মধ্য ডাঙ্গানগরের মোঃ আক্তার হোসেন শেখ(৫৩), রেলিগেট পালপাড়ার মোঃ জুলফিকার আলী খান(৫৫), মধ্যডাঙ্গার মোঃ রফিকুল ইসলাম বাবু শরীফ(৪৩), মধ্যডাঙ্গা নগরের মোঃ আমিরুল ইসলাম শেখ(৫১), রেলওয়ে কলোনীর মোঃ শাহ আলম বিশ্বাস(৪৩), রেলিগেট ক্রোস রোড এলাকার মোঃ শাহিন খান(৪৮), দেয়ানার মোঃ দিবারুল ইসলাম শেখ(৫০), রেলিগেট ইসলামবাগ এলাকার মোঃ অলিয়ার রহমান মিনা(৪২), মধ্যডাঙ্গা নগরের মোঃ ফরিদুজ্জামান বাবলু মোল্যা(৫১), মহেশ্বরপাশার মোঃ মনিরুল ইসলাম ভূইয়া(৪২), পালপাড়ার এবিএম খালিদ মোল্যা(৪২) ও মোঃ মাসুদ আলী মালি(৫০), ইস্পাহানী কলোনীর মোঃ দেলোয়ার পাটোয়ারী (৫৭), শেখ আব্দুল কাদের (৫২) ও মোঃ মহিবুল হক আজাদ খালাসী(৫২)। সকলেই দৌলতপুর থানার বাসিন্দা।শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ১০টায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল খুলনার দৌলতপুর থানাধীন রেলিগেট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ইসলামবাগ মোড়ের মিহির স্মৃতি সংসদ এর পিছনে পরিত্যক্ত ক্লাব ঘরের মধ্যে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ১৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।এ সময় আসামিদের কাছথেকে তাস ও নগদ ৪২ হাজার টাকা জব্দ করা হয়।এবিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেএমপি, খুলনার দৌলতপুর থানায় জুয়া আইনে মামলা হয়েছে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *