সমাজের আলো :

খুলনা বটিয়াঘাটা উপজেলার চান্দামারী মাঠে আজ দুপুর ১.৩০ ঘটিকার দিকে ধান ক্ষেতে আগাছা পরিক্ষার করতে যান একই গ্রামের ঠাকুর দাস রায়ের স্ত্রী খুকুমণি (৪৫)
ঐ সময় মাঠে বর্শি দিয়ে মাছ ধরতে আসছিল পাশের শিয়ালীডাংগা গ্রামের জব্বার শেখের ছেলে মোরশেদ শেখ( ৪৬) একাকি মাঠে পেয়ে লোলুপ দৃষ্টি পড়ে ঐ মহিলার উপর। এসময় তাকে দেখে জাপটে ধরে কাদামাটির ভিতর ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে ভিকটিমের ডাক চিৎকারে দুর মাঠে মাঠে কাজে থাকা চন্দন মহলদার, পীযুষ রায় ও প্রমিলা রায় দৌড়ে আসলে ধর্ষক মোরশেদ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
এ সময় তাকে আটক করে বাড়িতে এনে তেতুল গাছে বেধে রেখে পুলিশকে সংবাদ দিলে অফিসার ইনচার্জ বটিয়াঘাটা থানার নির্দেশনায় ভান্ডারকোর্ট ক্যাম্পের এএসআই গোলাম রসুল সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে যেয়ে ধর্ষককে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার বিষয়ে সত্যতা যাচাইয়ে জিজ্ঞাসাবাদ সে বলে “আমার ভুল হোচে ক্ষমা করে দেন জীবনে এরাম কাজ করিনি শয়তানে ধরছিল”
এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় ধর্ষনচেষ্টা ও শ্লীলতাহানির মামলার প্রস্তুতি চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *