নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর রায়েরমহলে দুর্বৃত্তদের গুলিতে রাজু সেখ ওরফে রাজা (৩৯) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার(৭ মার্চ) রাতে হরিণটানা থানাধীন মোস্তফার মোড় সংলগ্ন হামিদনগর ¯øুইচ গেট এলাকার সেভ ড্রিংকিং ওয়াটারের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রাজু সেখ ওরফে রাজা (৩৯) রায়েরমহল হামিদনগরের বাসিন্দা তোরাপ শেখের ছেলে। তিনি জমি কেনাবেচার মধ্যস্ততাকারী হিসাবে কাজ করতেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাজু সেখ ওরফে রাজা একাধিক মামলা ও সোনাডাঙ্গা থানা আ’লীগ নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হত্যা মামলার অন্যতম আসামী থাকার কারণে জেল খেটে ৩ মাস আগে জামিনে বেরিয়ে আসেন।
এরপর তিনি নগরীর খালিশপুর এলাকায় অবস্থান করতেন। সাম্প্রতি তিনি বাড়িতে এসে বসবাস করতে শুরু করেন এবং স্থানীয় ভাবে জমি দখল, চাঁদাবাজি, অস্ত্রসহ এলাকায় ঘুরে বেড়াতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে হামিদ নগর তার নিজ বাড়ির সামনে থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আশংঙ্খাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত রাজু সেখ ওরফে রাজার দুই বিয়ে। হত্যাকান্ডের দিন তার ছোট বউ সাথী আক্তার বাড়িতে ছিলেন। এবিষয়ে তিনি জানান, হত্যকান্ডের আগে তিনি গ্যাসের সিলিন্ডার নিয়ে আসেন বাড়ির জন্য। এশার আযানের ১০ মিনিট পর বাহিরে যায়, যাওয়ার ৫ মিনিটের মধ্যে গোলাগুলির শব্দ পান। এরপরে তিনি তার স্বামীর উপর গুলি করা হয়েছে বলে খবর পান।

ঘটনাস্থলে কেএমপির উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কে বা কারা কি উদ্দেশ্যে তাকে গুলি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী তা জানার চেষ্টা করছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, নিহত রাজা বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা মামলার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক মামলা রয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করল, তার কারণ জানা যায়নি। এ ব্যাপারে অনুসন্ধানসহ হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছেন, মহানগরীর ১৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার বাহাউদ্দিনকে বয়রা বাজার এলাকা থেকে রাত ৯টার দিকে আটক করেছে পুলিশ। তবে এ রিপোর্ট লেখার আগে পর্যন্ত এবিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *