অদ্য ০৭ ডিসেম্বর, ২০২২ তারিখ জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরা পরিদর্শন করেন জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়।

অদ্য ইং ০৭/১২/২২ তাং ১১.৩০ ঘটিকায় রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয় সাতক্ষীরা জেলায় পৌঁছান। সাতক্ষীরা জেলায় উপস্থিত হয়ে তিনি সাতক্ষীরা শহরের খুলনা রাস্তার মোড়ে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিনম্র শ্রদ্ধা জানান।উক্ত সময়ে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন অফিসার উপস্থিত ছিলেন। এরপর তিনি সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জনাব কাজী মনিরুজ্জামান, পুলিশ সুপার, সাতক্ষীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর তিনি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে পুলিশ লাইন্সের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন
অতঃপর সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠানে ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। সাতক্ষীরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের ভূমিকা করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সর্ব সময়ে মানুষের পাশে থেকে পুলিশি সেবা প্রদানের বিষয়টি কে সর্বাধিক গুরুত্বের সাথে দেখার জন্য মাঠ পর্যায়ের সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি বিট পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। এরপর বিশেষ কল্যাণ সভা শেষে সাতক্ষীরা জেলা পুলিশের অফিসার/ফোর্সদের সাথে উন্নতমানের খাবার পরিবেশনে প্রধান অতিথি মহোদয় অংশগ্রহণ করেন।

পরবর্তীতে সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য জোসনা আরাসহ কমিউনিটি পুলিশিং ফোরামের অন্যান্য সদস্যদের সাথে মতিবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয়। পরবর্তীতে তিনি সাতক্ষীরা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।

এ সময় সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো: বেলায়েত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) আতিকুল ইসলাম,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম,দেবহাটা ও আশাশুনি সার্কেল সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ, ডিআইও-১ এস.এম.জাহিদ-বিন-আলম,সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান,টিআই (এডমিন)শ্যামল কুমার চৌধুরী, কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা, আশাশুনি থানার ওসি মোমিনুল ইসলাম,পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার, কালীগঞ্জ থানার ওসি মোঃ হালিমুর রহমান, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল,তালা থানার ওসি রেজাউল চৌধুরীগন উক্ত সভায় উপস্থিত ছিলেন।

অতঃপর সন্ধ্যার পর তিনি সাতক্ষীরা হতে খুলনার উদ্দেশ্যে রওনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *