জি এম ফিরোজ উদ্দিন, মনিরামপুর, যশোর প্রতিনিধি :করোনার ভয় কাটিয়ে পুরনো আমেজে ফিরেছে শিক্ষার্থীরা। লম্বা বিরতির পর শিক্ষক, শিক্ষাথীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে স্কুল-কলেজ। ১৮ মাস পর ক্লাসে ফিরে আনন্দিত মনিরামপুর উপজেলার মনোহরপুরের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠান গুলোয় শিক্ষার্থীদের বরন করতে ব্যস্ত ছিলেন শিক্ষকরাও। নানা আয়োজনে বরণ করে নেয়া হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের সাথে প্রাণ ফিরেছে আরও একজনের, ফিরে পেয়েছেন তিনি তার জীবিকা।মনোহরপুর ইউনিয়নের কপালিয়ার নলডাঙ্গা গ্রামের মো আবুল হোসেন তরফদার এর ছেলে মোঃ তোহিদুর রহমান। শিক্ষার্থীদের প্রিয় খেদাম ভাই। পেশায় বাদাম বিক্রেতা। এতদিন পর স্কুল প্রাঙ্গনে ছোলা, বাদাম বিক্রয় করার সুযোগ পেয়ে তিনি খুব আনন্দিত। স্কুল খোলার পর থেকে স্কুল প্রাঙ্গন ছিলো একটা আনন্দঘন পরিবেশ। বাদাম বিক্রেতা খেদাম বলেন, এসব বিক্রি করে আমি সংসার চালাই। করোনা অন্য সবার মতো আমারও জীবিকা কেড়ে নিয়েছিল। করোনার সময় ৬ জনের সংসার চালাতে আমার খুব কষ্টে হয়েছে। স্কুল, কলেজ খোলা থাকলে আমার বেচা কেনা খুব ভালো হতো। কিন্তু করোনার জন্য স্কুল, কলেজ সব বন্ধ থাকার কারণে আমার ছোট্ট এই ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সকাল থেকে বিকাল পযর্šÍ বিক্রি করে সংসার চালানোর মত টাকা উপার্জন হতো না। তিনি আরো বলেন, আমি ২০ বছর ধরে এই ছোলাভাজা,পাপর ও বাদাম বিক্রি করে আসছি স্কুলের পাশে। আর এটা বিক্রি করেই আমার সংসার চলে। তারপরও অপেক্ষায় ছিলাম কবে খুলবে স্কুল, কলেজ। স্কুলের শিক্ষার্থীরা ছাড়া আমার এ ব্যবসা অচল। কষ্টের সংসারে আমার এক মাত্র অবলম্বন হলো এই ছোট দোকান। স্কুল খোলাতে আমার এখন ভালই চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *