সমাজের আলো : সাতক্ষীরা সদরের তুজুলপুরে গাছের পাঠশালা পরিদর্শন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের শিক্ষার্থীরা। বিলুপ্ত প্রায় নানা ধরনের গাছসহ বিভিন্ন প্রকার গাছের গুণাগুণ ও বৈশিষ্ট সম্পর্কে জানতে শিক্ষার্থীরা গাছের পাঠশালা পরিদর্শন করে। এসময় গাছের পাঠশালার পরিচালক সাংবাদিক ইয়ারব হোসেন গাছের নানাবিধ বৈশিষ্ট্য সম্বন্ধে শিক্ষার্থীদের অবহিত করেন। এখানে শিক্ষার্থীরা নানা ধরনের গাছ সম্পর্কে বিস্তার ধারনা লাভ করে এবং তা লিপিবদ্ধ করে।
গাছের পাশাপাশি ছাত্রছাত্রীদের কেঁচো কম্পোজ, টায়কো কম্পোজ, ভারবি কম্পোজ ও তরল সার সম্বন্ধে ধারণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এধরণের একটি ব্যতিক্রমী পরিবেশে এসে উৎসুক হয়ে ওঠে, তারা এখান থেকে একটি বিশেষ ধরনের শিক্ষা লাভ করে বলে সমাজের আলোকে জানায়। একজন শিক্ষার্থী বলেন এমন একটি উদ্যোগ সত্যি প্রশংসনীয়৷
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই পরিদর্শনে অংশগ্রহণ করেন খুলানা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক শামীম আহমেদ, অধ্যাপক মোঃ মতিউল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি অফিসার প্লাবনী সরকার প্রমূখ। এসময় অধ্যাপক শামীম আহমেদ বলেন গাছের পাঠশালা ও কৃষি যাদুঘরে এসে আমরা খুবি আনন্দিত, এখানে বিভিন্ন ধরনের গাছের সাথে আমাদের শিক্ষার্থীরা পরিচিত হয়েছে, তারা গাছ সম্বন্ধে বিস্তার ধারনা লাভ করেছে। অধ্যাপক মতিউল ইসলাম বলেন সাংবাদিক ইয়ারব হোসেনের এমন একটি উদ্যোগ ব্যপক প্রশংসার দাবিদার। এসময় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন আমরা সবসময় গাছের পাঠশালা ও কৃষি ক্লাবের সাথে আছি এবং আমরা তাদেরকে সকল ধরনের সহয়তা দিয়ে যবো।

