সমাজের আলো: অন্য রকম আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা উপকুলে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবিতে নৌ বন্ধন অনুষ্ঠিত শনিবার দুপুরে ।
। খোলপেটুয়া নদীতে বিরাট নৌ বন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা নাগরিক কমিটি, নাগরিক আন্দোলন, জলবায়ু পরিষদ, যুব ফোরাম, গাবুরা জলবায়ু সহনশীল ফোরাম ও লিডার্স সংবাদ সম্মেলন করেন।
রবিবার দুপুর দেড়টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আম্পানসহ দূর্যোগপ্রবণ দূর্গত উপকুলবাসীর জীববৈচিত্র্য রক্ষায় তিনদফা দাবি পেশ করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। নৌ বন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যন ভবতোষ কুমার মন্ডল, আশেক ই এলাহী, ফাহিমুল হক কিসলু, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, খালেদা আযুব ডলি প্রমুখ।
