নিজস্ব প্রতিবেদকঃ- সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে আগামী দিনে গণঅধিকার পরিষদই হবে খুলনাবাসীর এক মাত্র ভরসা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতার রাজনিতি করি না। বরং আমরা মানুষের রাজনিতি করি। মানুষের অধিকার নিয়ে কাজ করি।
বৃহস্পতিবার বিকালে নগরীর গল্লামারীর একটি মিলনায়তনে খুলনায় কেক কাটা ও আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের খুলনা জেলার সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইমরান আল নাজির, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শামীম রেজা, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এরশাদুল ইসলাম রুহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হাসান রাজ, পেশাজীবী অধিকার পরিষদের খুলনা বিভাগীয় আহ্বায়ক সরফরাজ আকবর, যুব অধিকার পরিষদ খুলনা জেলা ও খুলনা মহানগরের আহ্বায়ক আজিজুল ইসলাম ও বিল্লাল হোসেন, শ্রমিক অধিকার পরিষদ খুলনা জেলা ও খুলনা মহানগরের আহ্বায়ক সোহেল ইমান ও তারেক রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী হাসানুর রহমান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *