সমাজের আলো :- গণধর্ষণের শিকার যুবতী মামলা নেয়নি শ্যামনগর থানা পুলিশ। থানা থেকে ফিরিয়ে দেওয়া হয় ।উপায় না পেয়ে সাতক্ষীরা কোর্টে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনে মামলা দায়ের করেন করেছেন যুবতী।
মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার ২০ জুলাই সাতক্ষীরা শ্যামনগরের পশ্চিম কৈখালী খায়ের মল্লিকের ঘেরে ঘটনাটি ঘটে।
মামলার আসামি হলেন সাতক্ষীরা শ্যামনগরের পশ্চিম কৈখালী এলাকার করিম গাজীর ছেলে হাসান গাজী , একই গ্রামের খলিল মল্লিক এর ছেলে আনিছুর মল্লিক , শৈলখালী এলাকার সিদ্দিক গাজীর ছেলে সাইফুল্লাহ, জয়াখালি এলাকার মোসাম সরদারের ছেলে হারুন সরদার ও সাতক্ষীরা কালিগঞ্জ কদমতলা এলাকার রফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন ।
মামলার বিবরণে আরো জানা যায়, ফারুক হোসেনের
সাথে ভুক্তভোগী এই যুবতীর দীর্ঘ ছয় মাসের প্রেমের সম্পর্ক ছিল।বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে ।ঘটনার দিন সন্ধ্যা ছয়টার সময় ভুক্তভোগীকে ফারুক কলারোয়া থেকে শ্যামনগরে নিয়ে এসে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে।
ভুক্তভোগী যুবতীকে রাত এগারোটার দিকে ফারুকসহ ৪ জন তাকে জোর করে মৃত্যুর ভয় দেখিয়ে মৎস্য নিয়ে ধর্ষণ করে ।ধর্ষণের ঘটনা ফারুক হোসেন তার মোবাইলে ভিডিও করে এবং বলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেব। ধর্ষণকারীদের হাত থেকে বাঁচতে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে আসে।পালাতে চেষ্টা করলে তারা মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে এবং ডান হাত দিয়ে ঠেকাতে গেলে মারাত্মক চোট লাগে এ সময় আসামিরা মৃত্যুর হুমকি দিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় ভুক্তভোগীকে রক্ষা করতে স্থানীয় লোকজন এলে আসামিরা ধর্ষণকারীরা বাঁশ ও লাঠিসোটা দিয়ে স্থানীয়দের উপর আক্রমণ করে এতে কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় শ্যামনগর থানা একটি মামলা দিলে মামলাটি পুলিশ গ্রহণ করেননি। পরে মেয়েটি আদালতে পাঁচজনকে আসামি করে একটি মামলা বের করেছে নারী শিশু নির্যাতন দমন আইনে।।
