সমাজের আলোঃ গণভবনে চালতা, তেঁতুল ও ছাতিয়ান গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, দেশ থেকে তেঁতুলের জাতটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তবে এটার চাহিদা আছে। আর ফুচকা-চটপটি তো সবার খেতে ভালো লাগে। সেজন্য তেঁতুল সবসময় দরকার। সেজন্য আমি তেঁতুল গাছের ওপর একটু জোর দিয়েছি। আর চালতাটাও। চালতার পাতাগুলো যেমন সুন্দর দেখতে, ফুল আরো সুন্দর দেখতে। চালতার আবার অনেক গুণ রয়েছে। ডালের সঙ্গে চালতা দিয়ে খেতে তো এমনি মজা লাগে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মুজিববর্ষ উপলক্ষে গণভবন থেকে এক কোটি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় গণভবনে তিনটি গাছের চারা রোপণ করেন তিনি।
