সমাজের আলো: প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজ করার সময় জনতার হাতে আ’টক হয়েছেন একজন ইউপি মেম্বর।বুধবার গভীর রাতে ঝিনাইদহের শালিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। এসময় প্রবাসীর ওই স্ত্রী দু’সন্তানের জননীকেও আ’টক করা হয়েছে।আ’টক ইউপি সদস্যর নাম কবির হোসেন। তিনি হলিধানী ইউনিয়ন পরিষদের মেম্বর।স্থানীয়রা জানান, হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী ও দু’সন্তানের জননীর সাথে দীর্ঘ চার বছর আগে ইউপি সদস্য কবির হোসেনের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এর আগেও তারা জনতার হাতে একাধিকবার আ’টক হয়েছিলেন।

