সমাজের আলো: ২৯ মার্চ, মঙ্গলবার বিকেলে এজন কলার ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার একজন সহপাঠী ও রুমমেইট পারিবারিক বিভিন্ন বিষয়ে হতাশাগ্রস্থ হয়ে রুম থেকে তাকে বের করে দিয়ে আত্মহত্যা করার জন্য রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। তিনি অনেক ডাকাডাকি করার পরও তার সহপাঠী দরজা খোলেনি।
৯৯৯ কলটেকার কনষ্টেবল সুজন দাশ কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল সুজন তাৎক্ষণিকভাবে যাত্রাবাড়ী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এ এস আই শরিফুল ইসলাম কলার এবং সংশ্লিষ্ট সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল অবিলম্বে দক্ষিণ যাত্রাবাড়ীর একটি ভবনের মেসে গিয়ে উপস্থিত হয়। এরপর পুলিশ দল দরজা ভেঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকারী বিশ্ববিদ্যালয় ছাত্রকে (২২) অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উদ্ধারকৃত বিশ্ববিদ্যালয় ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার প্রচেষ্টা চালান বলে জানা যায়, তবে সৌভাগ্যক্রমে ফাঁসির দড়ি ছিঁড়ে তিনি পড়ে যান। তিনি জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং পারিবারিক বিভিন্ন সমস্যায় হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার প্রচেষ্টা চালান বলে প্রাথমিক ভাবে জানা যায়।৯৯৯ দেশের যে কোন প্রান্তে চব্বিশ ঘন্টা নাগরিকের জরুরী মুহুর্তে ও প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও এম্ব্যুল্যান্স সেবা প্রদানে বদ্ধপরিকর।

