সমাজের আলো : ময়মনসিংহে প্রকাশ্যে দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে দিনভর নির্যাতন করা হয়। এলাকাবাসীর অনেকেই ঘটনা দাঁড়িয়ে দেখেছেন কিন্তু সাহায্যে এগিয়ে আসেনি কেউ। মোবাইলে ধারণ করা এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। আজ রোববার ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুজন হলেন চর ভবানীপুর গ্রামের গোলাম মোস্তফা ও সফর আলী। তবে আব্দুল জলিল নামে আরেক অভিযুক্ত এখনো পলাতক রয়েছে। গত বৃহস্পতিবার ময়মনসিংহ সদরের চর ভবানিপুর এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার চর ভবানিপুর এলাকার প্রভাবশালী গোলাম মোস্তফার মেয়ের মোবাইল চুরি হয়। চোর সন্দেহে পরদিন বৃহস্পতিবার ভোরে একই এলাকার দুই শিশু ফয়সাল ও রাকিবকে ধরে আনা হয় ছফির উদ্দিনের বাড়িতে। পরে তাদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়।

