সমাজের আলো :গাজা উপত্যকায় হামাসের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি ছিটমহলটি থেকে ইসরায়েলে জ্বলন্ত বেলুন উৎক্ষেপণের জবাবে রোববার (২৯ আগস্ট) এই হামলা চালানো হয়েছে। গাজার বেলুনের জবাবে ইসরায়েলের বিমান হামলা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। দখলদার দেশটির সামরিক বাহিনী বলছে, সাম্প্রতিক আন্তঃসীমান্ত সহিংসতায় গত মে মাসের যুদ্ধ পরবর্তী অস্ত্রবিরতি চুক্তিকে নাজুক করে দিয়েছে। ইসরায়েল বেশ কয়েকবার গাজায় বিমান হামলা চালিয়েছে। এদিকে শনিবার সীমান্তে ইসরায়েলবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে গাজার ইসলামি সংস্থাগুলো। ইহুদিবাদী দেশটি যাতে উপত্যকাটির ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়, সেই দাবিতেই এই বিক্ষোভ। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, রাতে সীমান্ত বরাবর হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছেন। তারা ইসরায়েলের দিকে বিস্ফোরক নিক্ষেপ করছেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদে শামিল হয়েছেন।

