আজহারুল ইসলাম সাদীঃচতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর দুই প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায়,সোমবার (৭ ফেব্রুয়ারী) পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় ২৬শে ডিসেম্বর-২০২১ শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়নে চতুর্থধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গাবুরাইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন, এদের মধ্যে (টিউবওয়েল) প্রতিকের সদস্য প্রার্থী সৌভিক কুমার গোবিন্দ ও (সিলিং ফ্যান) প্রতিকের শহিদুল্লাহ সমান সংখ্যক (৩০৯) ভোট পান।

ফলে এই কেন্দ্রে ইউপি সদস্য পদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। এরপর ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গাবুরা ইউনিয়নের জেলিয়াখালীসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর অংশগ্রহণে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।ভোট গ্রহন শেষে গননার পর মোঃ শহিদুল্যাহ গাজী ( সিলিং ফ্যান) প্রতিক ৫২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৌমিক কুমার গোবিন্দ (টিউব অয়েল) প্রতিক পেয়েছেন ৪৭৪ ভোট।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *