স্টাফ রিপোর্টারঃ : সাতক্ষীরা তালা উপজেলায় গায়ের চাদর ইজিবাইকের মোটরে জড়িয়ে মোজাহার মোল্লা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তালা সদরের জাতপুর-মহান্দী সড়কে জাতপুর শাপলা প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোজাহার মোল্লা (৬৫) তালা সদর ইউনিয়নের জেয়ালানলতা গ্রামের মৃত জরিপ মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, তালার খেজুরবুনিয়া বাজার থেকে ইজিবাইকে করে জাতপুর বাজারে আসার পথে জাতপুর শাপলা প্রি-ক্যাডেট স্কুলের সামনে গলায় জড়ানো চাদর ইজিবাইকের মোটরে জড়িয়ে যায়। এতে গলা ঘাড় ভেঙে ঘটনাস্থলে ওই বৃদ্ধ মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকটি আটক করেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিয়াদ খান বলেন, বৃদ্ধ মানুষ ইজিবাইকে বসে নিজেকে কন্ট্রোল করতে না পারায় গায়ের চাদরটি চাকায় জড়িয়ে ঘাড় ভেঙে মারা যান। ইজিবাইকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে ধরতে চেষ্টা চালানো হচ্ছে।

