সমাজের আলো: রংপুরে সাজ্জাদ হোসেন বাপ্পী নামে এক সাংবাদিক নিজের শরীরে পেট্রল ঢেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন। টিসিবির পচা পেঁয়াজ বিক্রি বন্ধ ও আগামী সাত দিনের মধ্যে রংপুর থেকে টিসিবির কর্মকর্তা প্রতাপ চন্দ্রকে অপসারণ করা না হলে আত্মহত্যার পথ বেছে নেবেন বলে হুমকি দেন তিনি। বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন সাজ্জাদ হোসেন বাপ্পী। তিনি দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। টিসিবির পচা পেঁয়াজ বিক্রিসহ বিভিন্নভাবে গ্রাহকদের হয়রানির খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় চিঠি দিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে রংপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে এই সাংবাদিক বলেন, ‘আজ আমরা অসহায় হয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি। রংপুরে পঁচা পেঁয়াজ কিনতে ক্রেতাদের বাধ্য করছে টিসিবি। বিভিন্নভাবে ভোক্তাদের হয়রানি করছে তারা। সাধারণ মানুষের ওপর টিসিবির জবরদস্তি নিয়ে সংবাদ প্রকাশ করায় এখন হুমকি দেওয়া হচ্ছে। ঢাকায় পত্রিকা অফিসে চিঠি দিয়ে রংপুর টিসিবির কর্মকর্তা প্রতাপ চন্দ্র সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন।’

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক