সমাজের আলো : সোমবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালালে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ইসরায়েলি হতাহত হয়নি। সোমবার (১৬ আগস্ট) সকালে ফিলিস্তিনের জেনিন শহরে হঠাৎই গুলি ছোড়ে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের স্থানীয় এক কর্মকর্তা জানান, এতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়। তবে এ ঘটনায় কোনো ইসরায়েলি হতাহত হননি। এক লিখিত বক্তব্যে ইসরায়েলি পুলিশ দাবি করেন, তাদের বাহিনী ফিলিস্তিনের এক সন্ত্রাসীকে আটক করতে অভিযান চালায়। এ সময় বেশকিছু ফিলিস্তিনির কাছে ভারী অস্ত্র দেখেন তারা। অভিযানের একপর্যায়ে সংঘর্ষ বাধলে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

