সমাজের আলো। ।সিরাজগঞ্জের সলঙ্গায় তিন সন্তানের জননী এক গৃহবধ‍ূ গণধর্ষণের শিকার হয়েছে। সলঙ্গা থানার তেলকুপি গ্রামে এ ঘটনা ঘটে। থানায় মামলা দায়েরের পর পুলিশ রাতে ধর্ষক হাবিবুর রহমান (৪৫) আটক করেছে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তেলকুপি গ্রামের মৃত আবুল হোসেন ছেলে হবিবর রহমান (৪৫) গৃহবধুকে তার বাড়ি ডেকে নেয়।কিছুক্ষ পর একই গ্রামের জাকের আলীর ছেলে আফিল হোসেন(২০), মানজু মিয়ার ছেলে ফারুক হোসেন (২০) ও শাকিল হোসেন (২১) নামের আরও ৩ যুবক ওই বাড়িতে যায়। এসময় হবিবর রহমান ধারালো অস্ত্র দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। ২দিন আটকে রেখে ধর্ষণের পর শনিবার রাতে ওই গৃহবধূ কৌশলে পালিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর রবিবার রাতে ৪ জনকে আসামি করে ধর্ষিতা নিজেই সলঙ্গা থানায় মামলা দায়ের করে। পুলিশ মামলাটি গ্রহণ করে রাত ৩টার দিকে প্রধান আসামী হাবিবুরকে আটক করেন। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো. তাজুল হুদার জানান, মামলার প্রধান আসামি হবিবরকে আটক করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *