তালা প্রতিনিধি: তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের যুগোল সাহার মেয়ে সুবর্না সাহা (২২) এক সপ্তাহ নিখোঁজ রয়েছে। এক সন্তানের জননী সুবর্না যশোরের মনিরামপুর উপজেলের হোগলাডাঙ্গা গ্রামের ভক্ত সাহার স্ত্রী। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর বাবা থানায় ডায়েরি করেছেন।
যুগোল সাহা জানান, তার কন্যা সুবর্না সাহা বুধবার (১০ জুন) সকালে শ^শুর বাড়ি মনিরামপুর উপজেলের হোগলাডাঙ্গা গ্রাম থেকে বের হয় অদ্যবধি আর ফিরে আসেনি। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। একমাত্র শিশু পুত্রকে রেখে বাড়ি থেকে বের হয় সে। তারা জামাই ভক্ত সাহা একজন মুদি ব্যবসায়ী। তিনি সকালে খাওয়া-দাওয়া শেষে দোকানে চলে যান।
তিনি আরও জানান, তার মেয়েরে গায়ের রং ফর্সা,মুখমন্ডল গোলাকার, লম্বা ৫ ফুট ১ ইঞ্চি এবং বাড়ি থেকে বের হবার সময় হালকা লাল রঙের শাড়ি পরা ছিল।
নিরুপায় হয়ে মনিরামপুরা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তিনি, যার নং ৪৭৪,তারিখ- ১৩/০৬/২০২০ খ্রিঃ। এদিকে কেউ যদি তার মেয়ের সন্ধান পান তবে ০১৯৬১-৮৪৮৮৩০ মোবাইল নাম্বরে যোগাযোগ করার জন্য সহৃদয়বানদের কাছে অনুরোধ করেছেন তিনি।

