সমাজের আলো। ।এবারের মৌসুমটা ক্রিশ্চিয়ানো রোনালদোর একেবারেই ভালো কাটেনি। বছরের অধিকাংশ পুরস্কার হাতছাড়া হয়ে গেছে। কয়েকদিন আগেই তাকে এবং মেসিকে পেছনে ফেলে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতে নিয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি। তবে বছরের শেষদিকে সুখবর পেলেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার। ২০২০ সালের ‘গোল্ডেন ফুট’ পুরস্কার ঝুলিতে পুরেছেন তিনি।
