সমাজের আলো : কলারোয়ার গয়ড়া বাজারের সরকারি গণচৌচাগারের জায়গা দখল করতে না পারায় দুই চেয়ারম্যান প্রার্থীর নামে থানায় ৫০হাজার টাকার চাঁদাবাজীর অভিযোগ দেয়া হয়েছে। শুক্রবার বিকালে চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ডালিম হোসেন ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মিঠু জানান, চন্দনপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মফিজুল ইসলাম অবৈধ ভাবে সরকারি গণচৌচাগারের জায়গা দখল করে পাকা ছাদের দোকান নির্মানের চেষ্টা করে। স্থানীয় গ্রামবাসী প্রতিবাদের মুখে উপজেলা প্রশাসন দোকান নির্মানের কাজ বন্ধ করে দেয়। কিন্তু বর্তমান ইউপি চেয়ারম্যান মনির নেতৃত্বে তারা গোপনে ওই দোকান নির্মানের কাজ চালিয়ে আসছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর কাছে এলাকাবাসী অভিযোগ দিলে তিনি সরেজমিনে ঘটনা স্থান পরিদর্শন করেন। এসময় তিনি ঘটনা স্থানে গিয়ে দেখেন গণ চৌচাগারের জায়গা দখল করে পাকা দুইটি দোকান ঘর নির্মাণ করছেন মদনপুরের মফিজুল ইসলাম ও গয়ড়ার কবিরুল ইসলাম। এসময় সংবাদ পেয়ে চন্দনপুরের নায়েব মারুফুর রহমান ঘটনা স্থানে আসেন এবং তিনি নিজ হাতে ওই দোকান ঘরের দুইটি বাশ খুলে ফেলেন। এসময় নায়েব বলেন, অবৈধ স্থাপনাকারীর বিরুদ্ধে মামলা হবে। এঘটনা নিয়ে পাকা দোকান ঘর করতে না পেরে ক্ষিপ্ত হয়ে বাবু মিস্ত্রীকে দিয়ে থানায় একটি মিথ্যা অভিযোগ দেয় তারা। মদনপুর গ্রামের মফিজুল ইসলাম দুই চেয়ারম্যান প্রার্থী, একজন বীর মুক্তিযোদ্ধা ও একজন শিক্ষকের বিরুদ্ধে থানায় ৫০ হাজার টাকা চাঁদাদাবীর অভিযোগ তুলে হয়রানী মুলক একটি অভিযোগ দিয়েছে। এঘটনায় ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় হামলা সংঘর্ষ সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসীর ধারনা করছেন।

