সমাজের আলো : জেলার আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। একইসাথে মেসেঞ্জারে করা ছাত্রীর সাথে প্রধান শিক্ষকের আপত্তিজনক চ্যাট ফাঁস হয়েছে।
ঘটনাটি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে কয়েকজন। প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে ছাত্রীর পরিবারকে মোটা অংকের অর্থ দিয়ে ধামাচাপা দিতে জোর তদবির চালাচ্ছেন বলে স্থানীয়ভাবে সর্বশেষ জানা গেছে। ওই ছাত্রী কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি শংকর বাইনের বোনের মেয়ে, বর্তমানে কোদন্ডা গ্রামে তার মামা শংকরের বাড়িতে থেকে লেখা-পড়া করে।

ঘটনার বিবরণে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার মঠবাড়ি গ্রামের দশম শ্রেণির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী কোদন্ডায় তার মামার বাড়িতে থেকে লেখা-পড়া করার সুযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী কুপ্রস্তাব দিয়ে আসছেন গত কয়েকদিন ধরে।
ভুক্তভোগী ওই ছাত্রী জানিয়েছেন, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর কাছে সে প্রাইভেট পড়তো। প্রথমে শিক্ষক ওই ছাত্রীর কাছ থেকে মোবাইল ফোনের নাম্বার নেয়। এরপর শিক্ষক ওই ছাত্রীর কাছে প্রায় মোবাইল করে পড়া-লেখার খবর নিতেন। পরে তার ফেসবুক আইডি নিয়ে ওই ছাত্রীকে তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে একসেপ্ট করতে বলেন। ছাত্রীও একসেপ্ট করেন। তারপর থেকে শুরু হয় বিভিন্ন আপত্তিজনক কথা-বার্তা। এমনকি ভিডিও কলে শিক্ষক ছাত্রীর নগ্ন ছবি দেখতে চাইতেন, চ্যাটে নগ্ন ছবি পাঠাতে বলতেন এবং কাপড় সরিয়ে ছবি দিতে বলতেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *