সমাজের আলো : ভোটকেন্দ্রে কোনো প্রার্থীর দেওয়া খাবার খাবেন না দায়িতপ্রাপ্ত এসআই শেখ মোহাম্মদ মোরশেদ আলী। এক প্রার্থীর খাবার খেলে অন্য প্রার্থী মনে করেন তাকে সহযোগিতা করছি; সে কারণে কারও খাবার খেতে চাননি এই পুলিশ কর্মকর্তা। রোববার (২৬ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ দাখিল মাদরাসা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেন তিনি।
শেখ মোহাম্মদ মোরশেদ আলী কালিগঞ্জ থানার উপপরিদর্শক। ঢাকা পোস্টকে তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে আমি কোনো প্রার্থীর খাবার খাইনি। কারও খাবার খেলে অন্য প্রার্থী মনে করেন আমি তাকে সহযোগিতা করছি। ভোট হবে নিরপেক্ষ। আমি কারও পক্ষে নই। সে কারণে কারও দেওয়া খাবার আমি খেতে রাজি নই।তিনি বলেন, শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কেন্দ্রে এসে পৌঁছেছি। রাতে খাওয়া হয়নি। কেননা এটি উপকূলীয় অঞ্চল দোকানপাটও খুব কম। আশপাশে দোকানপাট না থাকায় না খেয়েই থাকতে হয়েছে। সকালে রুটি খেয়ে নাশতা করেছি। দায়িত্ব শেষে খাব।
স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোস্তাফিজুুর রহমান বকুল বলেন, আমি মোরশেদ আলী স্যারকে খাওয়ার জন্য বলেছি কিন্তু তিনি কোনো প্রার্থীর খাবার খাবেন না বলে জানিয়েছেন।এই ভোটকেন্দ্রে পুলিশের আরও দায়িত্ব পালন করছেন এএসআই আজিমুজ্জামান, পুলিশ সদস্য ইমাম হোসেন ও শাহ আলম। এছাড়া আনসার সদস্য রয়েছেন ১৭ জন।চতুর্থ ধাপে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নয়টি ও তালা উপজেলায় ভোট সকাল ৮টা থেকে শুরু হয়ে শেষ হয়েছে বিকাল ৪ টায়। ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৪০৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

